টাঙ্গাইলে কোভিডে আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়াল

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

টাঙ্গাইলে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। রোববার ২৫ জন নতুন রোগী শনাক্ত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা ৯১৫।


জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৮ এপ্রিল জেলায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এরপর ৩০ জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা হয় ৬১২। আর জুলাই মাসের প্রথম ১২ দিনে নতুন করে ৩০৩ জন আক্রান্ত হন। জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মির্জাপুর উপজেলায়, ৩০৮ জন। এ ছাড়া সদর উপজেলায় ২১৬, নাগরপুরে ৪২, দেলদুয়ারে ৪৭, সখীপুরে ৩৯, বাসাইলে ১৭, কালিহাতীতে ৪৬, ঘাটাইলে ৩২, মধুপুরে ৫৭, ভূঞাপুরে ৩৮, গোপালপুরে ৪০ এবং ধনবাড়ীতে ৩৩ জন আক্রান্ত হয়েছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, আক্রান্ত রোগীদের মধ্যে ৪৯৩ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ২০ জন। বর্তমানে ৪০২ জন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ৩৮৪ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন চিকিৎসাধীন।