সাতক্ষীরায় কোভিডে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত ৪৪

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্যসহ সাতক্ষীরা জেলায় নতুন করে রোববার সর্বোচ্চ ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩২ জন পুরুষ ও ১২ জন নারী। এ নিয়ে সাতক্ষীরায় কোভিড–১৯ রোগে মোট আক্রান্তের সংখ্যা ৩৮৫। জেলায় আক্রান্ত রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৭ জন ও মারা গেছেন ৬ জন। সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, রোববার জেলায় নতুন করে আরও ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটাই জেলায় এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১১ জন, কালীগঞ্জে ২০ জন, দেবহাটায় ৩ জন, আশাশুনিতে ২ জন, তালায় ১ জন, শ্যামনগরে ৪ জন ও কলারোয়ায় ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৩৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। সুস্থ হয়েছেন ১৪৭ জন ও মারা গেছেন ৬ জন।

সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, এ জেলা থেকে এ পর্যন্ত ২ হাজার ৭৫৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর, খুলনা পিসিআর ল্যাব এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম কেন্দ্রে পাঠানো হয়।