ঢাকা ছাড়ছেন পাটকলশ্রমিকেরা

ধারাবাহিক লোকসানে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোও বন্ধ ঘোষণা করেছে সরকার। রাজধানীর ডেমরায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে সরকারি পাটকল লতিফ বাওয়ানী জুট মিল। দেয়ালঘেরা কারখানা চত্বরে নেই শ্রমিকদের ব্যস্ততা। নিস্তব্ধ পাটকলের সব যন্ত্রপাতি। গত বৃহস্পতিবার শুরু হয়েছে শ্রমিকদের পাওনা বুঝে নেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার কাজ। সারা দিন যেসব শ্রমিক অ্যাকাউন্ট খোলার কাজ শেষ করে ফেলেছেন, তাঁরা বিকেলেই রওনা হয়েছেন নিজেদের স্থায়ী বসতভিটায়।
১ / ৬
বৃহস্পতিবার সকালেই শুরু হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট খোলার কাজ। এই অ্যাকাউন্টে শ্রমিকদের বকেয়াসহ সব পাওনা জমা হবে।
বৃহস্পতিবার সকালেই শুরু হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট খোলার কাজ। এই অ্যাকাউন্টে শ্রমিকদের বকেয়াসহ সব পাওনা জমা হবে।
২ / ৬
বন্ধ ঘোষিত লতিফ বাওয়ানী জুট মিলের হেড ফিনিশিং অপারেটর মো. মনির হোসেন এসেছিলেন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে। সোনারগাঁ থেকে নিজের কর্মস্থলে এসে দেখা হয় সহকারী ফিনিশিং অপারেটর আলী আকবরের সঙ্গে। আলী আকবরকে কাজ শিখিয়েছেন তিনি। বিদায়ের সময় তাঁরা একে অপরকে আলিঙ্গন করেন।
বন্ধ ঘোষিত লতিফ বাওয়ানী জুট মিলের হেড ফিনিশিং অপারেটর মো. মনির হোসেন এসেছিলেন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে। সোনারগাঁ থেকে নিজের কর্মস্থলে এসে দেখা হয় সহকারী ফিনিশিং অপারেটর আলী আকবরের সঙ্গে। আলী আকবরকে কাজ শিখিয়েছেন তিনি। বিদায়ের সময় তাঁরা একে অপরকে আলিঙ্গন করেন।
৩ / ৬
মনির হোসেনের ৩৬ বছরের কর্মজীবনে দীর্ঘ ১৫ বছরের কর্মক্ষেত্র এই লতিফ বাওয়ানী জুট মিল। দিনের কাজ শেষে চলে যাওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
মনির হোসেনের ৩৬ বছরের কর্মজীবনে দীর্ঘ ১৫ বছরের কর্মক্ষেত্র এই লতিফ বাওয়ানী জুট মিল। দিনের কাজ শেষে চলে যাওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
৪ / ৬
মিলটির তাঁতি আবুল হোসেন চলে যাচ্ছেন নিজ জেলা নোয়াখালীতে। আট সপ্তাহের বেতন বকেয়া থাকায় তাঁর এখানে জীবনধারণ কষ্টকর হয়ে উঠেছে। ব্যয় কমাতে মিলটির স্টাফ কোয়ার্টার থেকে ব্যাগপত্র নিয়ে যাওয়ার সময় সহকর্মীদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছেন।
মিলটির তাঁতি আবুল হোসেন চলে যাচ্ছেন নিজ জেলা নোয়াখালীতে। আট সপ্তাহের বেতন বকেয়া থাকায় তাঁর এখানে জীবনধারণ কষ্টকর হয়ে উঠেছে। ব্যয় কমাতে মিলটির স্টাফ কোয়ার্টার থেকে ব্যাগপত্র নিয়ে যাওয়ার সময় সহকর্মীদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছেন।
৫ / ৬
লতিফ বাওয়ানী জুট মিলের তাঁত বিভাগের বরিশাল জেলার কয়েকজন শ্রমিক চলে যাচ্ছেন নিজ জেলায়। আট সপ্তাহের বেতন বকেয়া থাকায় তাঁদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। জীবনধারণের ব্যয় কমাতে মিলটির স্টাফ কোয়ার্টার ছেড়ে ব্যাগপত্র নিয়ে তাঁরা রওনা হয়েছেন সদরঘাট লঞ্চ টার্মিনালের উদ্দেশে।
লতিফ বাওয়ানী জুট মিলের তাঁত বিভাগের বরিশাল জেলার কয়েকজন শ্রমিক চলে যাচ্ছেন নিজ জেলায়। আট সপ্তাহের বেতন বকেয়া থাকায় তাঁদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। জীবনধারণের ব্যয় কমাতে মিলটির স্টাফ কোয়ার্টার ছেড়ে ব্যাগপত্র নিয়ে তাঁরা রওনা হয়েছেন সদরঘাট লঞ্চ টার্মিনালের উদ্দেশে।
৬ / ৬
ফেনী সোনাগাছি এলাকার কয়েকজন শ্রমিক চলে যাচ্ছেন নিজ জেলায়। বেতন বকেয়া থাকায় তাঁদেরও জীবনধারণ কষ্টকর হয়ে উঠেছে। ব্যয় কমাতে মিলটির স্টাফ কোয়ার্টার ছেড়ে ব্যাগপত্র ট্রাকে তুলে তাঁরা রওনা হয়েছেন নিজ জেলার উদ্দেশে। আজ বকেয়া টাকা পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সবাই। পরবর্তী সময়ে টাকা উত্তোলনের সময় আবার ফেরত আসবেন তাঁরা।
ফেনী সোনাগাছি এলাকার কয়েকজন শ্রমিক চলে যাচ্ছেন নিজ জেলায়। বেতন বকেয়া থাকায় তাঁদেরও জীবনধারণ কষ্টকর হয়ে উঠেছে। ব্যয় কমাতে মিলটির স্টাফ কোয়ার্টার ছেড়ে ব্যাগপত্র ট্রাকে তুলে তাঁরা রওনা হয়েছেন নিজ জেলার উদ্দেশে। আজ বকেয়া টাকা পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সবাই। পরবর্তী সময়ে টাকা উত্তোলনের সময় আবার ফেরত আসবেন তাঁরা।