দৌলতপুরের ইউএনও কোভিডে আক্রান্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গতকাল রোববার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ২০৩টি নমুনা পরীক্ষা শেষে জেলায় নতুন করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় ৯৭৪ জন কোভিড রোগী শনাক্ত হলো।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২১ জন, ভেড়ামারায় ১, দৌলতপুরে ৫, খোকসায় ৩, কুমারখালীতে ৪ ও মিরপুরে ২ জন রয়েছেন।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী বলেন, ইউএনওর কয়েক দিন আগে জ্বর ও কাশি দেখা দেয়। গত শনিবার তিনি নমুনা দেন। তিনি উপজেলায় সরকারি বাসভবনেই আইসোলেশনে আছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসক আসলাম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন ইতিমধ্যে করোনায় সংক্রমিত হয়ে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।