গোপালগঞ্জে আরও ৩১ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

গোপালগঞ্জে আরও ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩২। আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গোপালগঞ্জের বিভিন্ন এলাকার ৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে গোপালগঞ্জ সদরে ১৩ জন, টুঙ্গিপাড়ায় ৩, মুকসুদপুরে ৩, কোটালীপাড়ায় ৬ ও কাশিয়ানী উপজেলায় ৬ জন রয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩২। এর মধ্যে মারা গেছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ৬২৯ জন। বর্তমানে ৩৮৬ জন জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন।

জেলা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, নতুন সংক্রমিত ব্যক্তিদের বসতবাড়ি ও আশপাশের বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে সংক্রমিত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।