কুমিল্লায় ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

কোভিড-১৯ রোগীদের চিকিত্সার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান সোমবার সকালে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টায় করোনা ওয়ার্ডে কুমিল্লার মুরাদনগর উপজেলার মহেশপুর গ্রামের ৭০ বছরের এক নারী, সন্ধ্যা ৬টা ৮ মিনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কুমিল্লা সিটি করপোরেশনের গোবিন্দপুর এলাকার ৩১ বছরের এক তরুণ এবং সকাল ছয়টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ব্রাহ্মণপাড়া উপজেলার ৬০ বছরের এক বৃদ্ধ মারা যান।

হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান বলেন, বর্তমানে এই হাসপাতালে ১১৮ জন রোগী ভর্তি আছেন।