সিরাজগঞ্জে আরও ২৬ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

সিরাজগঞ্জে আজ সোমবার নতুন করে ২৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট কোভিড–১৯–এ আক্রান্তের সংখ্যা ৮৪৪ জনে দাঁড়িয়েছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবীর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় ২০ জন, বেলকুচিতে ১ জন, উল্লাপাড়ায় ১ জন, শাহজাদপুরে ১ জন ও তাড়াশ উপজেলায় ৩ জন রয়েছেন।

আজ বিকেলে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবীর জানান, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২৬ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট ১৬৩ জন সুস্থ হয়েছেন। মোট নয়জনের মৃত্যু হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হয় গত ২০ এপ্রিল।

সিরাজগঞ্জের সিভিল সার্জন জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, জেলায় প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় বেলকুচি উপজেলায়। এখন পর্যন্ত জেলায় সংক্রমণের দিক দিয়ে সবচেয়ে বেশি রোগী সিরাজগঞ্জ সদর উপজেলায়। এরপরই বেলকুচির অবস্থান। জেলার নয়টি উপজেলাতেই সংক্রমণ শনাক্ত হয়েছে। বেশির ভাগকে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।