বাগমারায় শিশু ও বৃদ্ধসহ ছয়জন নতুন শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

রাজশাহীর বাগমারায় পাঁচ বছরের একটি শিশু ও ৭০ বছরের এক বৃদ্ধসহ সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৪৬ জন করোনায় সংক্রমিত হলেন।

এক সপ্তাহ আগে নতুন শনাক্তদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছিল। তাঁরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৭ ও ৮ জুলাই কোভিডের উপসর্গ থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। গতকাল সোমবার রাত ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে প্রকাশিত তালিকায় উপজেলার ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে আটজনের ফল নেগেটিভ ও সাতজন পজিটিভ এসেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, আউচপাড়া ইউনিয়নের এক তরুণের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। অন্যরা নতুন শনাক্ত। এ সংক্রান্ত প্রতিবেদন আজ মঙ্গলবার দুপুরের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছার সম্ভাবনা রয়েছে। সংক্রমিতদের বাড়িতেই অবস্থানের অনুরোধ করা হয়েছে।