রাজশাহী নগরে আরও ৯৪ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৯৪ জন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৮ জন।

গতকাল সোমবার রাতে রাজশাহীর দুই ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁদের কোভিড শনাক্ত হয়। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন মহা. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, নতুন শনাক্ত ১০৬ জনের মধ্যে রাজশাহী নগরের আছেন ৯৪ জন। বাকি ১২ জনের মধ্যে বাগমারার ৬ জন, বাঘার ২, দুর্গাপুরের ২ ও চারঘাটের ২ জন রয়েছেন। রাজশাহীর ৯ উপজেলার মধ্যে সর্বাধিক ৯৭ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে পবায়। এর পরে রয়েছে মোহনপুরে ৫৮ জন, তানোরে ৫৩, বাগমারায় ৪৫, বাঘায় ৩৫, চারঘাটে ৩৫, দুর্গাপুরে ২৪, পুঠিয়ায় ২১ ও গোদাগাড়ীতে ২০ জন।

জেলায় এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরের রয়েছেন ৮ জন। শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৫৩ জন।