সাতক্ষীরায় আরও ৩২ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

সাতক্ষীরায় নতুন করে ৩২ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা ৪২২। মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার ১৩ জন, শ্যামনগরের ৯, কলারোয়ার ৩ ও কালীগঞ্জ উপজেলার ৭ জন রয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৭ জন নারী। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুজন স্বাস্থ্যকর্মী ও ভূমি অফিসের একজন সহকারী রয়েছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, জেলা থেকে এ পর্যন্ত ২ হাজার ৮৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ২ হাজার ৯১ জনের। আর মোট করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৪২২। এর মধ্যে মারা গেছেন ১০ জন। আর সুস্থ হয়েছেন ১৬৮ জন।