মুন্সিগঞ্জে পদ্মা সেতুর লোহার যন্ত্রাংশের ধাক্কায় ডুবে গেল দুটি বাল্কহেড

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় নির্মাণাধীন পদ্মা সেতুর লোহার যন্ত্রাংশের সঙ্গে ধাক্কা লেগে আল মোল্লা ও আল নূরজাহান নামে দুটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। এ সময় ১০ শ্রমিককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করেছেন মাওয়া নৌ পুলিশের সদস্যরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. সিরাজুল কবির খান বিকেলে প্রথম আলোকে জানান, আল মোল্লা ও আল নূরজান নামে ওই দুটি বাল্কহেড রাজবাড়ী থেকে বালু বোঝাই করে চাঁদপুরের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের কাছাকাছি আসার পর স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারায়। আল মোল্লা বাল্কহেডটি পিলারের কাছে অস্থায়ী একটি লোহার যন্ত্রাংশের সঙ্গে ধাক্কা খায়। এ সময় পেছন দিক থেকে আসা নূরজাহান বাল্কহেডও সেটির সঙ্গে ধাক্কা খায়। এতে দুটি বাল্কহেডই ডুবে যায়। নৌ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ৩টার দিকে বাল্কহেড দুটিতে থাকা ১০ শ্রমিককে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করে। এ ঘটনায় কেউ নিখোঁজ নেই বলে জানান ওই কর্মকর্তা।