সাইফুল একাই সামলাচ্ছেন হাসপাতাল

সখীপুর সদর স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট সাইফুল আলম। ছবি: প্রথম আলো
সখীপুর সদর স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট সাইফুল আলম। ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের সখীপুর সদর উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা, উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, মিডওয়াইফ, ফার্মাসিস্ট ও অফিস সহায়কসহ পাঁচটি পদ থাকলেও শুধু একজন ফার্মাসিস্ট দিয়ে চলছে হাসপাতালটি।

সাইফুল আলম নামের ফার্মাসিস্ট প্রায় এক বছর ধরে পাঁচজনের দায়িত্ব একাই পালন করছেন। বিশেষ করে করোনার ভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী কমে যাওয়ায় সদর উপস্বাস্থ্য কেন্দ্রে রোগীর সংখ্যা বেড়েছে। মিডওয়াইফ পদে কেউ না থাকায় প্রসূতি সেবা নিতে আসা রোগীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এরপরেও প্রতিদিন ৬০-৭০ জন সাধারণ রোগীকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সাইফুল আলমকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সদর উপস্বাস্থ্য কেন্দ্রের নিয়োগপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহ আল রতন ২০১৮ সালের ডিসেম্বরে প্রেষণে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে যোগ দেন। এর এক মাস পর উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা গুলশান আরা প্রেষণে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যান। প্রসূতি মায়েদের সেবাদানের জন্য নিয়োগপ্রাপ্ত মিডওয়াইফ পদে জ্যেষ্ঠ সেবিকা অঞ্জনা বালাও প্রায় এক বছর আগে প্রেষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে গেছেন। মৃত্যুজনিত কারণে গত তিন বছর ধরে উপস্বাস্থ্য কেন্দ্রের অফিস সহায়কের পদ শূন্য রয়েছে। ফলে এক বছর ধরে ফার্মাসিস্ট সাইফুল আলম একাই পাঁচজনের দায়িত্ব পালন করছেন।

সাইফুল আলম বলেন, আইন অনুসারে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ফার্মাসিস্ট রোগীকে ওষুধ সরবরাহ করবেন। রোগীকে ওষুধ খাওয়ার নিয়ম বলে দেবেন। স্বাস্থ্যকেন্দ্রের বরাদ্দকৃত ওষুধ তাঁর হেফাজতে সংরক্ষিত থাকবে। রোগী দেখা বা রোগীর ব্যবস্থাপত্র লেখা তাঁর এখতিয়ার বহির্ভূত। হাসপাতাল ঝাড় দেওয়াও তাঁর কাজ নয়। অথচ তাঁকে এক সঙ্গে রোগীও দেখতে হচ্ছে, আলমারি খুলে ওষুধ দেওয়াসহ প্রতিদিন হাসপাতালের দুটি কক্ষ, বারান্দা ও চারপাশ ঝাড়ুও দিতে হচ্ছে। তিনি কোনো ছুটিও নিতে পারছেন না। প্রতিদিন তাঁকে ৫০ থেকে ৮০ জন রোগীকে সামাল দিতে হচ্ছে।

রোগীর সমস্যার কথা শুনে ওষুধ দিচ্ছেন সাইফুল। তবে কোনো ব্যবস্থাপত্র দিচ্ছেন না। মুখে মুখে ওষুধ খাওয়ার নিয়ম বলে দিচ্ছেন। প্রথম আলো
রোগীর সমস্যার কথা শুনে ওষুধ দিচ্ছেন সাইফুল। তবে কোনো ব্যবস্থাপত্র দিচ্ছেন না। মুখে মুখে ওষুধ খাওয়ার নিয়ম বলে দিচ্ছেন। প্রথম আলো

গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সাইফুল আলম একাই রোগী দেখছেন। রোগীর সমস্যার কথা শুনে ওষুধ দিচ্ছেন। তবে কোনো ব্যবস্থাপত্র দিচ্ছেন না। মুখে মুখে ওষুধ খাওয়ার নিয়ম বলে দিচ্ছেন। সাইফুল আলম বলেন, মুখে নিয়ম বলে দেওয়ায় অনেক বয়স্ক রোগী বাড়িতে গিয়ে ওষুধ খাওয়ার নিয়ম ভুলে যান। অনেকেই পরের দিন আবার নিয়ম জানতে হাসপাতালে আসেন। আইনত তিনি ব্যবস্থাপত্র লিখতে পারেন না।

দুপুর সাড়ে ১২টার দিকে গড়গোবিন্দপুর গ্রামের শেফালি আক্তার নামের এক প্রসূতি রোগী আসেন। মিডওয়াইফ না থাকায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন ফার্মাসিস্ট। শেফালি আক্তার বলেন, ‘অই আসপাতালে করুনা রোগীর চিকিৎসা অয়। ওনে গেলে আমারও করুনা অব। তাই সুজা বাড়ি চইলা যামুগা। জানের চাইয়া কচু হাক (শাক) বড় না।’

হাসপাতালের পাশের দোকানি হাফেজ গোফরান বলেন, সাইফুল আলম একাই হাসপাতালটি চালাচ্ছেন। একদিনও বন্ধ থাকেনি। জোহরের নামাজের সময় হাসপাতালে তালা দিয়ে তিনি নামাজ শেষে আবার হাসপাতাল খোলেন। আড়াইটা পর্যন্ত খোলা রাখেন। ডাক্তারি ও হাসপাতাল ঝাড় দেওয়ার কাজ সবই তিনি করছেন।

এ বিসয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, দুজন চিকিৎসক প্রেষণে চলে যাওয়ায় স্বাস্থ্য কেন্দ্রটিতে বর্তমানে নানা সমস্যা চলছে। শিগগিরই সেখানে একজন চিকিৎসক দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।