কুমিল্লায় আইসিইউতে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ জ্বর–শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন। তাঁরা করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। 

হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান আজ বুধবার সকালে প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। এ নিয়ে কুমিল্লায় কোভিড-১৯ হাসপাতাল চালুর ৪৪ দিনে মারা গেছেন ২২০ জন। দিনে গড়ে মারা গেছেন পাঁচজন করে।


হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় শ্বাসকষ্ট নিয়ে কুমিল্লার দেবীদ্বার উপজেলার আবদুল্লাহপুর এলাকার ৯৬ বছরের এক বৃদ্ধ কোভিড-১৯ হাসপাতালে ভর্তি হন। গতকাল বিকেল চারটা ২৫ মিনিটে তিনি মারা যান।


কুমিল্লার লালমাই উপজেলার ৭০ বছরের এক বৃদ্ধ ৭ জুলাই বিকেল ৫টা ৫০ মিনিটে ভর্তি হয়ে গতকাল রাত ৯টা ১৫ মিনিটে মারা যান।
লাকসাম উপজেলার ৬২ বছরের এক ব্যক্তি ৮ জুলাই দুপুর ১২টা ৪০ মিনিটে ভর্তি হন এবং মারা যান গতকাল দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে।
নাঙ্গলকোট উপজেলার ৭০ বছরের এক বৃদ্ধা ১৪ জুলাই সকাল সাড়ে সাতটায় ভর্তি হন। গতকাল দিবাগত রাত তিনটায় তিনি মারা যান।
হাসপাতালের সহকারী সার্জন মো. মোয়াজ্জেম হোসেন বলেন, এই হাসপাতালে এখন ১১৩ জন রোগী ভর্তি আছেন। রোগীদের মধ্যে পুরুষ ৮০ জন ও নারী ৩৩ জন। এর মধ্যে আইসিইউতে ১০ জন, করোনাভাইরাস ওয়ার্ডে ৫৮ জন ও আইসোলেশন ওয়ার্ডে ৪৫ জন। তাঁদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ রোগী ভর্তি আছেন ৪৯ জন। এর মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ১৫ জন। অন্য রোগীরা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। এ পর্যন্ত কোভিড হাসপাতালে ৪৪ দিনে মারা গেছেন ২২০ জন।