রাজশাহী বিভাগে কোভিডে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়াল

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ২৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৯৭। বুধবার দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

গোপেন্দ্র নাথ জানান, নতুন আক্রান্তদের মধ্যে রাজশাহীর ৭৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন, নওগাঁয় ১৭ জন, জয়পুরহাটে ৪৭ জন, বগুড়ায় ৭০ জন, সিরাজগঞ্জে ৩৭ জন ও পাবনায় ১৫ জন। তবে এদিন নাটোরে কেউ আক্রান্ত হননি। রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৩ হাজার ৮৭৮ জন। এ ছাড়াও রাজশাহী জেলায় ১ হাজার ৮৬১ জন, চাঁপাইনবাবগঞ্জে ২২৭ জন, নওগাঁয় ৬৯৬ জন, নাটোরে ৩০৫ জন, জয়পুরহাটে ৫৯৭ জন, সিরাজগঞ্জে ৯১৯ জন ও পাবনায় ৬১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গোপেন্দ্রনাথ বলেন, সরকারি হিসাবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ১১৮। এর মধ্যে রাজশাহীতে ১৫ জন, নওগাঁয় ১১ জন, নাটোরে একজন, বগুড়ায় ৭৩ জন, সিরাজগঞ্জে ৯ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে এখনো জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে এ রোগে কেউ মারা যাননি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৪ জন। এ নিয়ে বিভাগে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৭ জন। এর মধ্যে রাজশাহীর ৩৫৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯৩ জন, নওগাঁর ৫১৩ জন, নাটোরে ১০১ জন, জয়পুরহাট ১৮২ জন, বগুড়ায় ১ হাজার ৯০৩ জন, সিরাজগঞ্জ ১৫৬ জন ও পাবনায় ২৪৩ জন।