সিলেট বিভাগে কোভিডে আক্রান্ত ছয় হাজার ছাড়াল

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

সিলেট বিভাগে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। বিভাগে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ১৬৬ জন। বিভাগে মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ওই ১৬৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ১৫৬।

আক্রান্ত ব্যক্তিরা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪ জন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগের মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ২১৮ জন। এর মধ্যে মারা গেছেন ৮২ জন, সুস্থ হয়েছেন ৭২৬ জন। সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ২০৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৮৯৮ জন এবং মারা গেছেন ১১ জন। হবিগঞ্জ জেলায় আক্রান্ত ৯৮৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪৪০ জন এবং মারা গেছেন ৬ জন। মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৭৪৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯৩ জন এবং মারা গেছেন ৮ জন।

এর আগে সিলেট বিভাগে গত ৫ এপ্রিল প্রথম কোভিড–১৯ রোগে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।