চাঁদপুরে উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

চাঁদপুর ৫ পুলিশ সদস্যসহ আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৬৬। নতুন শনাক্তদের মধ্যে মতলব উত্তর থানার ওসি ও চাঁদপুর সদরের ৪ জন পুলিশ সদস্য রয়েছেন।

চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে লিটন সূত্রধর নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এটি নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়।

সদর হাসপাতালের করোনা ফোকাল পারসন সুজাউদ্দৌলা রুবেল জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের লিটন সূত্রধর (৪০) আইসোলেশন ইউনিটে ভর্তি হন। আজ সকাল ৭টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় তাঁর দাহ সম্পন্ন করা হয়।


সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বলেন, আজ দুপুরে ৭৬টি নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। এর মধ্যে ২৫ জনের পজিটিভ ও ৫১ জনের নেগেটিভ। শনাক্তদের মধ্যে চাঁদপুর সদরে ১৩ জন, মতলব উত্তরে ১, মতলব দক্ষিণে ৪, হাজীগঞ্জ ১ ও শাহরাস্তিতে ৬ জন রয়েছেন।