সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান কোভিডে আক্রান্ত

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম
সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় মো. নজরুল ইসলামসহ ২ জনের নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আজ বুধবার পর্যন্ত ৪২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হলো।

কোভিড–১৯ আক্রান্ত অপর ব্যক্তি তালা উপজেলার সুকদেবপুর গ্রামের নুরুজ্জামান।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ জ্বর–কাশি থাকায় মো. নজরুল ইসলাম গত রোববার নমুনা দেন। আজ দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে আসা নমুনা প্রতিবেদনে দেখা যায়, তাঁর সংক্রমণ পজিটিভ। এছাড়া আজ আসা প্রতিবেদনে তালার নুরুজ্জামান নামের আরও একজনের পজিটিভ আসে।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন শাফায়াত জানান, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোভিডে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে।