লালবাগে কাউন্সিলরের বিনামূল্যের সবজির বাজার

পুরান ঢাকার লালবাগে নিম্নবিত্ত পরিবারের জন্য বিনা মূল্যে সবজি বাজার চালু হয়েছে। ছবি: মুসা আহমেদ
পুরান ঢাকার লালবাগে নিম্নবিত্ত পরিবারের জন্য বিনা মূল্যে সবজি বাজার চালু হয়েছে। ছবি: মুসা আহমেদ

পুরান ঢাকার লালবাগে নিম্নবিত্ত পরিবারের জন্য বিনা মূল্যে সবজি বাজার চালু করেছেন ‌ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান। প্রতি বুধবার বেলা ১২টায় লালবাগে আব্দুল আলিম খেলার মাঠে এ বাজার বসে। বাজারটির নাম '১ মিনিটের সবজি বাজার'।

গত ২৯ মে করোনা পরিস্থিতিতে সমাজের নিম্নবিত্ত পরিবারকে সহযোগিতা করার জন্য ব্যতিক্রমধর্মী এই বাজার চালু করেছে 'বাপমা লিমিটেড, ঢাকা'। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাসিবুর রহমান। এরপর থেকে প্রতি বুধবার এই বাজার থেকে পাঁচ শর বেশি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সবজি বিতরণ করা হয়।

‌ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমানের চালু করা সবজির বাজার থেকে সবজি নিচ্ছেন একজন। ছবি: মুসা আহমেদ
‌ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমানের চালু করা সবজির বাজার থেকে সবজি নিচ্ছেন একজন। ছবি: মুসা আহমেদ

আজ বুধবার দুপুরে‌ এই মাঠে অষ্টম সপ্তাহের মত সবজি বাজার বসে। সেখানে মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, পটল, আলু, কলমি শাকের পসরা সাজিয়ে বসেন স্বেচ্ছাসেবীরা। পরে লাইন ধরে বিনা মূল্যে বিভিন্ন বয়সী নারী–পুরুষ নিজ হাতে খাদ্যপণ্য নিয়ে যান। এসব খাদ্যপণ্য পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন লালবাগের বাসিন্দারা।

ঢাকেশ্বরী রোড থেকে সবজি নিতে এসেছিলেন আলেয়া বেগম। তিনি বললেন, তার স্বামী রাকিব হোসেন নিউ মার্কেটের একটি দোকানে চাকরি করতেন। কিন্তু করোনার কারণে এখন তার চাকরি নেই। চার সদস্যের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এই বাজার চালুর পর থেকে তিনি নিয়মিত সবজি পাচ্ছেন।

প্রতি বুধবার বসছে লালবাগের বিনামূল্যের সবজির বাজার। ছবি: মুসা আহমেদ
প্রতি বুধবার বসছে লালবাগের বিনামূল্যের সবজির বাজার। ছবি: মুসা আহমেদ

হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, 'বর্তমানে করোনা পরিস্থিতিতে সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার বিপাকে পড়েছেন। অনেক পরিবার অর্থ সংকটে সংসার চালাতে পারছে না। ইতিমধ্যে এমন প্রায় আট হাজার পরিবারকে সিটি করপোরেশন ও সরকারের কয়েকটি সংস্থার মাধ্যমে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যপণ্য বিতরণ করেছি। এখন নিজ উদ্যোগে এই সবজি বাজার চালু করেছি।'

হাসিবুর রহমান বলেন, এখন থেকে প্রতি বুধবার এই বাজারে পাঁচ থেকে সাত ধরনের সবজি বিতরণ করা হবে। এই বাজার লালবাগের সবার জন্য উন্মুক্ত। এভাবে সামাজিক কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।