রাজবাড়ীতে নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

রাজবাড়ীতে বুধবার নতুন করে ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার পাঁচ উপজেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৮০।

সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে, ১২ জুলাই ৮৮ জনের নমুনা পাঠানো হয়। নমুনা পরীক্ষার ফলাফল বুধবার পৌঁছায়। এতে ২৩ জনের পজিটিভ এসেছে। এদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় আটজন, পাংশা উপজেলায় ছয়জন, গোয়ালন্দ উপজেলায় তিনজন, বালিয়াকান্দি উপজেলায় পাঁচজন ও কালুখালী উপজেলায় একজন।

জেলা থেকে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৬১৭ জনের। ৫ হাজার ৪৪১টি নমুনার পরীক্ষার ফলাফল এসেছে। ফলাফল অপেক্ষমাণ রয়েছে ১৭৬। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯১ জন। মারা গেছেন ৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৬ জন। অপরদিকে হোম আইসোলেশনে রয়েছেন ৩২৬ জন।

সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বলেন, সর্বশেষ মারা যাওয়া ব্যক্তির বাড়ি পাংশা উপজেলা শহরের পারনারায়ণপুর গ্রামে। ১২ জুলাই মারা যাওয়ার পর তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল।