২৪ ঘণ্টায় নতুন ১২১ জন করোনায় সংক্রমিত

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

বরিশাল বিভাগে গতকাল বুধবার রাত ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১২১ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪২৫। এ ছাড়া বিভাগে নতুন করে মারা যাওয়া ৪ জনের কোভিড-১৯ শনাক্ত হওয়ায় বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৮ জনে দাঁড়িয়েছে। বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, এ পর্যন্ত বরিশাল জেলায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এই জেলায় ২ হাজার ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া পটুয়াখালীতে ৭৫২, ভোলায় ৪২২, পিরোজপুরে ৪৪৩, বরগুনায় ৪৩৬ ও ঝালকাঠিতে ৩৫৯ জন রয়েছেন। সুস্থ হয়েছেন ২ হাজার ২৫ জন।

মারা যাওয়া ৮৮ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ৩৩, পটুয়াখালীতে ২৫, ঝালকাঠিতে ১১, পিরোজপুরে ৭, বরগুনায় ৭ ও ভোলায় ৫ জন রয়েছেন।