ফেনীতে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে কলেজ অধ্যক্ষের মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

ফেনীতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নিয়ে আনোয়ার উদ্দিন (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর এলাকার বাসিন্দা ও দাগনভূঞা উপজেলার উত্তর আলীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছিলেন। গতকাল বুধবার রাতে ফেনী শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, আনোয়ার উদ্দিন বেশ কয়েক দিন ধরে জ্বর ও ব্যথায় ভুগছিলেন। তিনি ফেনী শহরের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল বিকেলে তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। ওষুধ খাওয়ানোর পর কিছুটা নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যায় আবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। মৃত্যুর পর পরিবারের সদস্যরা তাঁর লাশ বাড়িতে নিয়ে যান।

আজ বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়ি ছাগলনাইয়া উপজেলার শুভপুর এলাকায় জানাজা শেষে বিশেষ ব্যবস্থাপনায় লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।