লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার করোনা শনাক্ত

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

নড়াইলের লোহাগড়ায় গত ২৪ ঘণ্টায় ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান। এ নিয়ে উপজেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ২৬২। শুক্রবার উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ পলী রানী মৈত্র জানান, দুদিন আগে শরীফ সাহাবুর রহমানসহ আরও কয়েকজনের নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতে ওই শনাক্তের তথ্য আসে।

হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই শরীফ সাহাবুর রহমান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে আসছেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাহস দিতে তিনি নিজে রোগীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন। আবার কোভিড-১৯ শনাক্ত হওয়া রোগীদের চিকিৎসা দিয়েছেন। উপজেলার করোনা আক্রান্ত সব রোগী সরকারি চিকিৎসাসেবা পেয়েছেন ভালোভাবে। তাঁর নেতৃত্বে উপজেলার সব কোভিড রোগী সুস্থ হয়ে উঠেছেন। এখন তিনিই এই রোগে আক্রান্ত হলেন।