ঢাকার নিম্নাঞ্চলে বাড়ছে পানি

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ঢাকার চারপাশে নদীর পানি বাড়ছে। সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী কয়েক দিনের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকার মধ্যে পানি চলে আসতে পারে। উজানের ঢলে ও বৃষ্টিতে ইতিমধ্যে পানি বাড়তে শুরু করেছে রাজধানী ঢাকার নিম্নাঞ্চলগুলো। ছবিতে সাঁতারকুল, নন্দীপাড়া, নওয়াজবাগ এলাকার পানিবন্দী মানুষের জীবনযাত্রা।
১ / ৬
নন্দীপাড়া এলাকার সোনারটুকরি গ্রামে গত দুই দিনে পানি বেড়েছে প্রায় তিন ফুট। এতে হামিদা আক্তারের বাড়ির আঙিনা ডুবে গেছে। বন্যার সতর্কতা হিসেবে বাড়ির দরজায় শিশুদের জন্য প্রতিবন্ধকতা দিয়েছেন তিনি।
নন্দীপাড়া এলাকার সোনারটুকরি গ্রামে গত দুই দিনে পানি বেড়েছে প্রায় তিন ফুট। এতে হামিদা আক্তারের বাড়ির আঙিনা ডুবে গেছে। বন্যার সতর্কতা হিসেবে বাড়ির দরজায় শিশুদের জন্য প্রতিবন্ধকতা দিয়েছেন তিনি।
২ / ৬
দুই দিন আগেও এ আঙিনায় হেঁটেই চলাচল করা যেত। এখন নৌকাই একমাত্র ভরসা।
দুই দিন আগেও এ আঙিনায় হেঁটেই চলাচল করা যেত। এখন নৌকাই একমাত্র ভরসা।
৩ / ৬
আহমেদবাগে কাশফিয়াদের বাড়ির আঙিনাও ডুবে গেছে দুই দিন ধরে। পাশের বাসায় যেতে হচ্ছে নৌকা ডিঙিয়ে।
আহমেদবাগে কাশফিয়াদের বাড়ির আঙিনাও ডুবে গেছে দুই দিন ধরে। পাশের বাসায় যেতে হচ্ছে নৌকা ডিঙিয়ে।
৪ / ৬
পানি বাড়ায় এসব এলাকার শিশুরা রয়েছে সবচেযে বেশি ঝুঁকিতে।
পানি বাড়ায় এসব এলাকার শিশুরা রয়েছে সবচেযে বেশি ঝুঁকিতে।
৫ / ৬
নন্দীপাড়া এলাকার নওয়াজবাগ-আহমেদনগর রাস্তাটি ডুবে গেছে।
নন্দীপাড়া এলাকার নওয়াজবাগ-আহমেদনগর রাস্তাটি ডুবে গেছে।
৬ / ৬
গত দুই দিনে পানি বেড়ে ডুবে গেছে রিকশাচালক মো. ইসলামের ভিটার আঙিনা। আজ সকালে ডুবে গেছে নিজ হাতে লাগানো সবজিগুলোও। নষ্ট হওয়ার আগেই তুলে ফেলছেন।
গত দুই দিনে পানি বেড়ে ডুবে গেছে রিকশাচালক মো. ইসলামের ভিটার আঙিনা। আজ সকালে ডুবে গেছে নিজ হাতে লাগানো সবজিগুলোও। নষ্ট হওয়ার আগেই তুলে ফেলছেন।