টাঙ্গাইলে কোভিডে আক্রান্তের সংখ্যা ১১০০ ছাড়াল

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

টাঙ্গাইলে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত রোগীর সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে। আজ শনিবার নতুন করে আরও ১৪ জন করোনা ‘পজিটিভ’ শনাক্তের মধ্য দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১২।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল জেলায় প্রথম কোভিড রোগী শনাক্ত হয়। এরপর গত ৩০ জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা হয় ৬১২। আর জুলাই মাসের ১৮ দিনেই আরও ৫২০ জন আক্রান্ত শনাক্ত হন।

জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মির্জাপুর উপজেলায় ৩৫১ জন। এরপরেই টাঙ্গাইল সদর উপজেলায় ২৯০ জন। এ ছাড়া নাগরপুরে ৪৫ জন, দেলদুয়ারে ৫৭ জন, সখীপুরে ৪৯ জন, বাসাইলে ২৩ জন, কালিহাতীতে ৫২ জন, ঘাটাইলে ৪৪ জন, মধুপুরে ৭৬ জন, ভূঞাপুরে ৪৬ জন, গোপালপুরে ৪৫ জন ও ধনবাড়ীতে ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

জেলায় মোট আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৬০৩ জন সুস্থ হয়েছেন এবং ২১ জন মারা গেছেন। বর্তমানে ৪৮৮ জন করোনা রোগী হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন।

টাঙ্গাইলের সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান বলেন, আক্রান্ত রোগীদের সুস্থতার হার সন্তোষজনক। চিকিৎসাধীন রোগীর মধ্যে ৪৬৮ জন বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে পাঁচজন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন চিকিৎসাধীন।