বৃষ্টিতে ঢাকার সড়ক ডুবে দুর্ভোগের একশেষ

রাজধানীতে রাত থেকে টানা বৃষ্টিতে সড়কে পানি। কারওয়ান বাজার, ঢাকা, ২০ জুলাই। ছবি: শাকিলা হক
রাজধানীতে রাত থেকে টানা বৃষ্টিতে সড়কে পানি। কারওয়ান বাজার, ঢাকা, ২০ জুলাই। ছবি: শাকিলা হক

রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি। এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে দুর্ভোগে পড়েন নগরবাসী। গতকাল রোববার রাত থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। আজ সোমবার সকালেও মুষলধারে চলে বৃষ্টি।

সকালে দেখা যায়, বৃষ্টিতে রাজধানীর প্রধান প্রধান সড়ক তো বটেই, বিভিন্ন সংযোগ সড়কেও পানি জমে গেছে।
কোথাও কোথাও সড়কে হাঁটুপানি জমে থাকতে দেখা যায়।

সকালে রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে পানি মাড়িয়ে যানবাহন চলতে দেখা যায়। কোথাও কোথাও পানিতে যানবাহন বিকল হতেও দেখা গেছে।

বৃষ্টিতে রাজধানীর মগবাজার উড়ালসড়কের নিচে পানি জমে গেছে। ঢাকা, ২০ জুলাই। ছবি: শাকিলা হক
বৃষ্টিতে রাজধানীর মগবাজার উড়ালসড়কের নিচে পানি জমে গেছে। ঢাকা, ২০ জুলাই। ছবি: শাকিলা হক

সকালে সড়কে নেমে অফিসমুখী নগরবাসী দুর্ভোগে পড়েন। অনেকেই বৃষ্টিতে ভিজে, পানি মাড়িয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।

বৃষ্টির কারণে আজ সকাল থেকেই পুরো ঢাকায় যানজট।

সড়কে জমা নোংরা পানি ভেঙে যাচ্ছে লোকজন। নয়াটোলা, ঢাকা, ২০ জুলাই। ছবি: আবদুস সালাম
সড়কে জমা নোংরা পানি ভেঙে যাচ্ছে লোকজন। নয়াটোলা, ঢাকা, ২০ জুলাই। ছবি: আবদুস সালাম

ঢাকা মহানগর পশ্চিম ট্রাফিকের অতিরিক্ত উপ-কমিশনার মঞ্জুর মোর্শেদ প্রথম আলোকে বলেন, জলজটে সবচেয়ে বাজে অবস্থা ছিল ধানমন্ডি ২৭ নম্বরে। জলজট থেকে সৃষ্ট যানজট ধানমন্ডি থেকে অন্য জায়গাতেও ছড়িয়ে পড়ে। ফল যানজট প্রকট আকার ধরন করে। দুপুর পৌনে ১২টার দিকে পরিস্থিতি কিছু ভালো হয়।

মঞ্জুর মোর্শেদ প্রথম আলোকে বলেন, এ রকম বৃষ্টি চলতে থাকলে জলজট-যানজটে ঢাকার অবস্থা শোচনীয় হয়ে উঠবে।

জলাবদ্ধতায় বিপাকে নগরবাসী। নয়াটোলা, ঢাকা, ২০ জুলাই। ছবি: আবদুস সালাম
জলাবদ্ধতায় বিপাকে নগরবাসী। নয়াটোলা, ঢাকা, ২০ জুলাই। ছবি: আবদুস সালাম

কয়েক বছর ধরেই বর্ষা মৌসুম রাজধানীবাসীর জন্য এক আতঙ্ক। সামান্য বৃষ্টিতেই ঘণ্টার পর ঘণ্টা জলাবদ্ধ থাকে রাজধানীর অনেক সড়ক। এবারও একই চিত্র দেখা গেল।

অবশ্য আগেই আশঙ্কা করা হচ্ছিল, এবারের বর্ষা মৌসুমেও জলাবদ্ধতার ভোগান্তি রাজধানীবাসীকে সহ্য করতে হবে। ঢাকার জলাবদ্ধতা নিরসনের দায়িত্বে থাকা সংস্থার কর্মকর্তারাই এই আশঙ্কা প্রকাশ করেন।