শ্রাবণের ঝরো ঝরো আরও তিন দিন

রাজধানীতে রাত থেকে টানা বৃষ্টিতে সড়কে পানি। কারওয়ান বাজার, ঢাকা, ২০ জুলাই। ছবি: শাকিলা হক
রাজধানীতে রাত থেকে টানা বৃষ্টিতে সড়কে পানি। কারওয়ান বাজার, ঢাকা, ২০ জুলাই। ছবি: শাকিলা হক

শ্রাবণের প্রথম সপ্তাহে বর্ষা চিরচেনা রূপে দেখা দিয়েছে। আজ সোমবার ভোর থেকেই অঝোর বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে বলেছে, বৃষ্টিমুখর ভাব থাকবে আরও তিন দিন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল রোববার সকাল থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রংপুর জেলায়, ১৯৫ মিলিমিটার। রাজধানী ঢাকায় বৃষ্টির মাত্রা ছিল ১৯ মিলিমিটার।

সড়কে পানি জমায় দুর্ভোগে মানুষ। পূর্ব নয়াটোলা, ঢাকা, ২০ জুলাই। ছবি: আবদুস সালাম
সড়কে পানি জমায় দুর্ভোগে মানুষ। পূর্ব নয়াটোলা, ঢাকা, ২০ জুলাই। ছবি: আবদুস সালাম

বিভাগীয় শহরগুলোর মধ্যে ময়মনসিংহে ৫১, চট্টগ্রামে ৬২, সিলেটে ২৯, রাজশাহীতে ৭৭, বরিশালে ২ ও খুলনায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এ ছাড়া বঙ্গোপসাগরেও বেশ সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এ কারণে দেশের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

বৃষ্টির পানিতে টইটুম্বুর সড়ক। পূর্ব নয়াটোলা, ঢাকা, ২০ জুলাই। ছবি: আবদুস সালাম
বৃষ্টির পানিতে টইটুম্বুর সড়ক। পূর্ব নয়াটোলা, ঢাকা, ২০ জুলাই। ছবি: আবদুস সালাম

বৃষ্টির কারণে তাপমাত্রা কমে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে নগরবাসীর জন্য অশেষ দুর্ভোগ নিয়ে এসেছে।