মঙ্গলবার থেকে রাজশাহীতে ফ্লাইট চলাচল শুরু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে রাজশাহীতে ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে প্রতিদিন চারটি ফ্লাইট রাজশাহীতে যাবে।

করোনার কারণে গত ২১ মার্চ থেকে দেশে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ–বেবিচক। এর পর ১ জুন থেকে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঢাকা থেকে সৈয়দপুর, সিলেট ও চট্টগ্রামে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়। ১১ জুন থেকে যশোরে ও ১২ জুলাই থেকে বরিশালে ফ্লাইট চালুর অনুমতি দেয় বেবিচক।

জানা গেছে, প্রতিদিন সকাল ১০টা ও বেলা আড়াইটায় ইউএস বাংলা এয়ারলাইনসের দুটি ফ্লাইট ঢাকা থেকে রাজশাহী ছেড়ে যাবে। ফিরতি ফ্লাইট রাজশাহী থেকে ছাড়বে বেলা ১১টা ২০ মিনিট ও বিকেল ৪টা ৩৫ মিনিটে।

অন্যদিকে প্রতিদিন ঢাকা থেকে নভোএয়ারের ফ্লাইট ছাড়বে সকাল সাড়ে ১০টা ও বিকেল সাড়ে ৪টায়। রাজশাহী থেকে তাদের ফিরতি ফ্লাইট রয়েছে দুপুর পৌনে ১২টা ও সন্ধ্যা পৌনে ৬টায়।