ছয়জনের ভিজিএফের চাল একাই তুলতে গিয়ে

ছয়জনের স্লিপ নিয়ে ভিজিএফের চাল উত্তোলন করতে গিয়ে ধরা পড়েন সাগর হোসেন। ছবি: প্রথম আলো
ছয়জনের স্লিপ নিয়ে ভিজিএফের চাল উত্তোলন করতে গিয়ে ধরা পড়েন সাগর হোসেন। ছবি: প্রথম আলো

ছয়জন সুবিধাভোগীর স্লিপ নিয়ে ভিজিএফের চাল উত্তোলন করতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। তাঁকে ভ্রাম্যমাণ আদালত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আজ সোমবার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সাগর হোসেন (২৫)। তিনি আক্কেলপুর উপজেলার চকবিজলী গ্রামের যুবক।

ভ্রাম্যমাণ আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল থেকে সোনামুখী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই ইউনিয়নের ভিজিএফ সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছিল। সাগর হোসেন একাই ছয়জন সুবিধাভোগীর নামের স্লিপ নিয়ে চাল উত্তোলন করতে ইউপি কার্যালয়ে আসেন।

এ সময় স্থানীয় লোকজন তাঁকে ধরে ফেলেন। তাঁরা আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ঘটনাটি জানান। এরপর ইউএনও ঘটনাস্থলে আসেন।

ইউএনও এস এম হাবিবুল হাসান বলেন, সাগর হোসেন তাঁর দোষ স্বীকার করেন। তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।