ঝিনাইদহে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বিপুল কুমার গাঙ্গুলী
বিপুল কুমার গাঙ্গুলী

ঝিনাইদহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ বুধবার ভোরে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৮ জন।

মারা যাওয়া ব্যাংক কর্মকর্তার নাম বিপুল কুমার গাঙ্গুলী (৫৩)। তিনি ঝিনাইদহের কৃষি ব্যাংক শৈলকুপা শাখায় কর্মরত ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিপুল ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামের বাসুদেব গাঙ্গুলীর ছেলে। এ নিয়ে ঝিনাইদহে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৪।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুন জানান, বিপুল কুমার গাঙ্গুলীর করোনার উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করান। ১৯ জুলাই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁকে ঝিনাইদহ করোনা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে গতকাল মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান।

সিভিল সার্জন অফিসের করোনা সেলের মুখপাত্র প্রসেনজিৎ বিশ্বাস জানান, আজ জেলায় নতুন করে ১৮ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৬৮২।