কোভিডে কর্মচারীর মৃত্যুর পর আক্কেলপুর রেলস্টেশন লকডাউন

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের সিগন্যাল খালাসি নিয়ামত আলী (৪০) করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যাওয়ায় আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে এ রেলস্টেশন লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

নিয়ামত আলী গতকাল বুধবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আক্কেলপুর স্টেশন সূত্রে জানা গেছে, ২০ জুলাই রাতে হঠাৎ করে নিয়ামত আলীর শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার রাতেই তাঁর লাশ গ্রামের বাড়িতে এনে স্বাস্থ্যবিধি অনুযায়ী দাফন করা হয়। এরপর আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ।

আক্কেলপুরের স্টেশনমাস্টার খাদিজা খাতুন বলেন, স্টেশনের সিগন্যাল খালাসি নিয়ামত আলী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে ২৯ জুলাই পর্যন্ত রেলস্টেশন লকডাউন ঘোষণা করেছেন রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা।