নীলফামারীতে কোভিডে আক্রান্ত ৬০০

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

নীলফামারী জেলায় নতুন করে ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্তের মাধ্যমে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬০০। এঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৭৬ জন, মারা গেছেন ২ নারীসহ ৯ জন।

গতকাল বুধবার রাতে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে চারজনের পজিটিভ এসেছে। নতুন করে আক্রান্ত চারজনের মধ্যে জেলা সদরে দুজন, ডিমলা উপজেলায় একজন ও জলঢাকা উপজেলায় একজন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মোট আক্রান্ত ৬০০ জনের মধ্যে সদরে ২৭৫ জন, ডোমার উপজেলায় ৫১ জন, ডিমলা উপজেলায় ৬২ জন, জলঢাকা উপজেলায় ৯৩ জন, কিশোরগঞ্জ উপজেলায় ৩৮ জন ও সৈয়দপুর উপজেলায় ৮১ জন রয়েছেন।

মারা যাওয়া নয়জনের মধ্যে নীলফামারী সদরে এক নারীসহ তিনজন, জলঢাকা উপজেলায় এক নারীসহ দুজন, কিশোরগঞ্জ উপজেলায় একজন ও সৈয়দপুর উপজেলায় তিনজন রয়েছেন। জেলায় পরীক্ষার জন্য মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৮৭২টি। গতকাল পর্যন্ত ফলাফল পাওয়া গেছে ৪ হাজার ৭০৮টি নমুনার।