ফেনীতে করোনায় মারা গেলেন এক বৃদ্ধ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফেনীতে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম সুলতান আহম্মদ (৮৫)। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার জগৎপুত গ্রামের বাসিন্দা। বুধবার রাতে তিনি দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবায়েত বিন করিম জানান, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ১৪ জুলাই সুলতান আহম্মদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ওই দিনই তাঁর নমুনা সংগ্রহ করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। ২০ জুলাই নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বুধবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন এস এম মাসুদ রানা জানান, জেলায় এ নিয়ে মোট ২৭ জন মারা গেছেন। জেলায় মোট আক্রান্ত ১ হাজার ১৩২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৩৪ জন। জেলায় মোট টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৩৬ হাজার ৯৯৩ জন।