গাইবান্ধায় নদ-নদীর পানি আরও বেড়েছে

গাইবান্ধায় বিভিন্ন নদ-নদীর পানি আরও বেড়েছে। দফায় দফায় বৃষ্টি ও উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আজ শুক্রবারও অপরিবর্তিত আছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গাইবান্ধা কার্যালয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে আজ শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি আরও ১০ সেন্টিমিটার ও ঘাঘটের পানি ৯ সেন্টিমিটার বেড়েছে। তবে শুক্রবার বিকেল ৩টায় ব্রহ্মপুত্রের পানি ফুলছড়িঘাট পয়েন্টে বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার ও ঘাঘটের পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। চব্বিশ ঘণ্টায় করতোয়ার পানি ৬ সেন্টিমিটার বেড়েছে। আজ বিকেল ৩টায় করতোয়ার পানি গোবিন্দগঞ্জের কাটাখালি পয়েন্টে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আজ তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ বিষয়ে গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, গত চব্বিশ ঘণ্টায় জেলায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দফায় দফায় বৃষ্টির কারণে পানি বাড়ছে। এ কারণে এবার বন্যা দীর্ঘস্থায়ী হবে।