সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একজন কৃষক (৬০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে হাসপাতালে নিয়ে আসার ১০ মিনিটের মধ্যেই তিনি মারা যান। তাঁর বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার বারুইআটি গ্রামে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল জানান, আজ বিকেল ৪টার দিকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ওই কৃষককে হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্বজনেরা। হাসপাতালে আনার কিছুক্ষণ পর চিকিৎসা দেওয়ার আগেই জরুরি বিভাগে তিনি মারা যান। বিষয়টি সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাদের জানানো হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, ওই কৃষকের মরদেহ তাঁর স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁদের বাড়ি লকডাউন করার জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।