তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে বন্যার পানিতে গোসল করার সময় ডুবে গিয়ে শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বহেড়াতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম লিটন মিয়া (৩৫)। তিনি বহেড়াতৈল গ্রামের আতিকুল ইসলামের ছেলে। তিনি অবিবাহিত ছিলেন।

বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফেরদৌস জানান, ১৯৮৮ সালের পর এই প্রথম লিটনদের বাড়ির পাশে বন্যার পানি ঢুকেছে। লিটন বিকেলে বন্যার পানিতে গোসল করতে নেমে ডুবে যান। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর তাঁর মরদেহ পাওয়া যায়।

উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ফজলুল হক তালুকদার বলেন, লিটনের ঘাড় ও মুখ বাঁকা ছিল। স্পষ্ট কথা বলতে পারতেন না। প্রতিবন্ধী হওয়ায় তাঁকে সবাই আদর-স্নেহ করতেন। তিনিও সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে শনিবার উপজেলার আবাদি এলাকার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১০) বন্যার পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়।