মৌলভীবাজারে দুই পক্ষের সংঘর্ষে অটোরিকশাচালক নিহত

মৌলভীবাজার সদর উপজেলার ইমামবাজার সিএনজিস্ট্যান্ডে দুই পক্ষের সংঘর্ষে ফজলু মিয়া (২৭) নামের এক অটোরিকশাচালক নিহত হন, আহত হন পাঁচজন। আজ মঙ্গলবার বেলা একটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

ফজলু মিয়া গিয়াসনগর ইউনিয়নের আনিকেলি বড় গ্রামের কনর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গিয়াসনগর ইউনিয়নের ইমামবাজার সিএনজিস্ট্যান্ডে অটোরিকশাচালকদের দুটি গ্রুপ আছে। বিরোধের জেরে আজ এই দুই পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় ফজলু মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে মৌলভীবাজার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষে পাঁচজন আহত হন। তাঁরা মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নেন।
এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সিএনজিচালক মো. ইলিয়াস ও গিয়াসনগর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল ছালেককে পুলিশ আটক করেছে। হামলায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, এখানে দুটি গ্রুপ আছে। তাদের মধ্যে মারামারি হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে ফজলু মিয়া মারা গেছেন। দুজনকে আটক করা হয়েছে। এখনো মামলা করা হয়নি।