বড়পুকুরিয়া কয়লাখনির ৭ শ্রমিক কোভিডে আক্রান্ত

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

দিনাজপুরের পার্বতীপুরে এক দিনে সর্বোচ্চ ১২ জনের কোভিড-১৯ (করোনাভাইরাস) শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জনই বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিক। গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহেল মাফী।

আক্রান্ত ৭ শ্রমিক হলেন কৃষ্ণকান্ত, নরুল ইসলাম, মোরশেদ আলম, আরশাদ মণ্ডল, মশিউর রহমান, আ. মোত্তালিব ও আবু বক্কর।

২৬ জুলাই বড়পুকুরিয়া কয়লাখনির ১০০ শ্রমিকের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। পরে সংগৃহীত নমুনা ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে পাঠানো হয়। এর মধ্যে ৭ শ্রমিকের করোনা পজিটিভ শনাক্ত হয়।

শ্রমিক ছাড়া আক্রান্ত অপর পাঁচজন হলেন পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ সদস্য মেহেদী হাসান ও রাজেন্দ্র নাথ, শিক্ষক আসলাম সরদার, আজগর আলী, পৌরসভার বাবু পাড়ার ইশরাত জাহান।

এ নিয়ে গতকাল রাত পর্যন্ত পার্বতীপুরে কোভিড আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫। চিকিৎসা শেষে ৮৩ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন এক নারীসহ তিনজন।