নোয়াখালীতে কোভিডে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

নোয়াখালীতে করোনাভাইরাসে সংক্রমণ শনাক্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ বুধবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬। এর মধ্যে মারা গেছেন ৬২ জন।

জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় ১২৩টি নমুনা পরীক্ষায় ৩১ জনের ফলাফল পজিটিভ ও বাকিদের নেগেটিভ আসে। সিভিল সার্জন জানান, একই সময় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৯ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৩৮।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন সংক্রমণ শনাক্ত হওয়া ৩১ জনের মধ্যে সদর উপজেলায় ১১ জন, সুবর্ণচরে ৫ জন, বেগমগঞ্জে ৪ জন, সোনাইমুড়ীতে ১ জন, চাটখিলে ১ জন, সেনবাগে ২ জন, কোম্পানীগঞ্জে ৩ জন ও কবিরহাট উপজেলায় ৪ জন রয়েছেন।

সূত্র জানায়, জেলার ৯টি উপজেলাভিত্তিক মোট আক্রান্তের সংখ্যা সদরে ৮৯৭, সুবর্ণচরে ২১১, হাতিয়ায় ১০০, বেগমগঞ্জে ৭৬৩, সোনাইমুড়ীতে ১৬৪, চাটখিলে ১৬৩, সেনবাগে ১৫০, কোম্পানীগঞ্জে ২৩৯ ও কবিরহাট উপজেলায় ৩৬৯।