ছাদ ঢালাই শেষে বিদ্যুৎ লাইন চালু করতেই শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কালাম (৪০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার মুন্সিরাবাদ বাজারে এ ঘটনা ঘটে। নিহত কালাম উত্তর তালগাছিয়া গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে। 


উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শামীম হাওলাদার জানান, আজ সকালে মুন্সিরাবাদ বাজারে স্থানীয় মামুন হাওলাদারের নির্মাণাধীন নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ছাদের ওপরে থাকা পল্লী বিদ্যুতের লাইন বন্ধ রাখা হয়। ঢালাইয়ে কাজ শেষে বিদ্যুতের লাইন চালু করা মাত্রই শ্রমিক কালাম তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। শ্রমিক কালামের লাশ বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাড়িতে আনা হবে।