রাজশাহীতে গোপন বৈঠক থেকে তিন জেএমবি সদস্য গ্রেপ্তার: র্যাব

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীতে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে চারঘাট উপজেলার ডাকরা বাজারে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চারঘাট উপজেলার মৃত জান মোহাম্মদের ছেলে মো. শুকচান আলী (৬০), আবদুস সাত্তারের ছেলে আবদুর রাজ্জাক ওরফে ফেলু (৪৫) ও একই এলাকার মো. নইমুদ্দিনের ছেলে শরীফুল ইসলাম (৪২)।

র‌্যাব-৫ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জেএমবির এই তিন সদস্য শুকচান আলীর বাড়িতে রাষ্ট্রের বিরুদ্ধে গোপন বৈঠক করছিলেন। অভিযানে বিতর্কিত উগ্র মতাদর্শের বই, প্রচারপত্র এবং ইয়ানত সংগ্রহের রসিদসহ হাতেনাতে তাঁদের ধরা হয়। তাঁদের বিরুদ্ধে চারঘাট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও র‌্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।