ঈদের রাতে থাপ্পড়ের জেরে হত্যা

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ঈদের দিন গতকাল শনিবার রাতে চড় মারাকে কেন্দ্র করে এক তরুণ হত্যার ঘটনা ঘটেছে। পূর্ববিরোধের জের ধরে বাগ্‌বিতণ্ডা এবং একপর্যায়ে চড় খাওয়াকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত তরুণের নাম শুভ মিয়া (২৫)। তিনি শহরের হাজীগঞ্জ এলাকার বশির মিয়ার ছেলে।

আরেক তরুণ রিফাতের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।

নিহত শুভর পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক প্রথম আলোকে জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। শুভর সঙ্গে রিফাত নামের এক তরুণের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। শুভ একপর্যায়ে রিফাতকে চড় মারেন। পরে রিফাত তাঁর লোকজনকে নিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে শুভকে এলোপাতাড়ি কোপান। পরে শুভকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ওসি জানান, শুভ একসময় প্রবাসে ছিলেন। পরে দেশে ফিরে আসেন। তিনি আরও জানান, এই হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। নিহত শুভর পরিবার লাশ দাফন শেষে মামলা করবে।