রাজশাহী বিভাগে কোভিডে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়াল

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে ৭ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নাটোরে এ দিন কোনো করোনা আক্রান্ত শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ২ জন ও জয়পুরহাটে ১ জন করোনায় আক্রান্ত রোগী মারা গেছেন। একই সময় সুস্থ হয়েছেন ৬১ জন। এ নিয়ে আজ রোববার সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে কোভিডে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৭। আজ দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

চিকিৎসক গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রাজশাহী জেলায় ৪৪, চাঁপাইনবাবগঞ্জে ৩৬, নওগাঁয় ২১, জয়পুরহাটে ৪৬, বগুড়ায় ১৯, সিরাজগঞ্জে ১৬ ও পাবনায় ৯ জন রয়েছেন। তিনি আরও জানান, রাজশাহী বিভাগে এখন পর্যন্ত আক্রান্ত লোকজনের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত বগুড়া জেলায় ৪ হাজার ৮৯৪ জন। এ ছাড়া রাজশাহী জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ২৪১, চাঁপাইনবাবগঞ্জে ৪৮৪, নওগাঁয় ৯৫৮, নাটোরে ৪৯২, জয়পুরহাটে ৭৬০, সিরাজগঞ্জে ১ হাজার ৪৫৬ ও পাবনায় ৮৫২ জন আক্রান্ত হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, এ পর্যন্ত বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১৭৬ জন। এর মধ্যে রাজশাহীতে ২৫, চাঁপাইনবাবগঞ্জে ৬, নওগাঁয় ১৪, নাটোরে ১, জয়পুরহাটে ৪, বগুড়ায় ১০৬, সিরাজগঞ্জে ১১ ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৪ জন। এর মধ্যে রাজশাহী জেলায় ১ হাজার ৩২১, চাঁপাইনবাবগঞ্জে ২২৮, নওগাঁয় ৭৩১, নাটোরে ২২৬, জয়পুরহাটে ২০৭, বগুড়ায় ৩ হাজার ৪২৮, সিরাজগঞ্জ ৪৬৮ ও পাবনায় ৪০৫ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।