ঢাবি প্রক্টরিয়াল টিমের ওপর বহিরাগতদের হামলা

কথা-কাটাকাটির জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের চার সদস্যের ওপর হামলা চালিয়েছেন বহিরাগত কয়েকজন ব্যক্তি৷ এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷

গতকাল শনিবার ঈদুল আজহার দিন সন্ধ্যা সাতটার দিকে টিএসসির সড়কদ্বীপে এই হামলার ঘটনা ঘটে৷

ক্যাম্পাসে দায়িত্বরত একটি গোয়েন্দা সূত্র আজ রোববার প্রথম আলোকে জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যদের ওপর হামলাকারী ওই ব্যক্তিরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর (ঢাকা মহানগর দক্ষিণের ২১ নম্বর ওয়ার্ড) আসাদুজ্জামান আসাদের অনুসারী৷ চেয়ারে বসা নিয়ে কথা-কাটাকাটির জেরে ওই হামলার ঘটনা ঘটে৷

এই ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী আজ রোববার প্রথম আলোকে বলেন, বহিরাগত কিছু ব্যক্তি ক্যাম্পাসে এসে প্রক্টরিয়াল টিমের চারজন সদস্যের ওপর হামলা চালিয়েছে৷ এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে, শাহবাগ থানায় আমরা একটি অভিযোগ দায়ের করেছি৷ হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করা হয়েছে৷