আমরা সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করেছি: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় আজ সোমবার বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: প্রথম আলো
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় আজ সোমবার বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: প্রথম আলো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীতে সাত লাখ মানুষের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা করোনার সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পেরে সমালোচনার মুখে পড়েছেন। কিন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সফলতার সঙ্গে করোনাভাইরাস মোকাবিলা করেছি।’

আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় বন্যার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘অন্য দেশের তুলনায় আমাদের দেশে করোনাভাইরাসে মৃত্যুর হার অনেক কম। একটি মানুষের মৃত্যুও আমাদের কাম্য নয়। করোনাভাইরাসের পাশাপাশি দেশে বন্যার হানা। এখন পর্যন্ত একজন মানুষও না খেয়ে মারা যাননি। বর্তমান সরকার দুর্গতদের পাশে আছে।’

জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শতাধিক বানভাসিদের মাঝে নগদ ৩০০ টাকা ও ১০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার রিফাত রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমুখ।