ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফেনী শহরের রামপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজ মঙ্গলবার সকালে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার নাম খাদিজা বেগম (১৪)। সে মা–বাবার সঙ্গে ফেনী পৌরসভার রামপুর এলাকার ভাড়া বাসায় থাকত। তাদের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আজ সকাল আটটার দিকে খাদিজা ঘরের বাইরে থাকা পানির বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ–সংযোগ দিতে যায়। কিন্তু বৃষ্টির কারণে মোটরের বৈদ্যুতিক সুইচটি আগে থেকে বিদ্যুতায়িত ছিল। ফলে সুইচে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে ফেনী সদর মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।