সাতক্ষীরা মেডিকেলে জ্বর-শ্বাসকষ্টে এক নারীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জ্বর, শ্বাসকষ্টসহ করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাতটায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে করোনাভাইরাস চিকিৎসার জন্য নির্ধারিত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৬১ জন মারা গেলেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।

৫৮ বছর বয়সী ওই নারীর বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলায়।

এই চিকিৎসা কর্মকর্তা বলেন, জ্বর, শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন ওই নারী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাতটার দিকে তিনি মারা যান। ভর্তির পর তাঁর নমুনা সংগ্রহ করা হয়। এখনো ফলাফল জানা যায়নি।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, স্বাস্থ্যবিধি মেনে ওই নারীর শেষকৃত্য করতে বলা হয়েছে। ওই নারীর বাড়ি লকডাউন করতে প্রশাসনকে বলা হয়েছে।