ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, গুরুতর আহত ৩

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে সাতটার এই দুর্ঘটনায় আহত হন আরও তিনজন।

নিহত আলী হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের রফিক মিয়ার ছেলে। আহত তিনজন হলেন জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার ইমাম আলী (২২), কাউতলীর মো. সোহান (২০) ও মেড্ডা এলাকার সজীব মিয়া (২০)। গুরুতর আহত অবস্থায় চারজনকেই ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে আলী হোসেন মারা যান। আহত অন্য তিনজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাতটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রধান সড়ক মৌড়াইল-টিএ রোডে নির্মিত রেলওয়ে ওভারপাসের ওপরে এ দুর্ঘটনা ঘটে। সেখানে কাউতলী থেকে শহরের টিএ রোডের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তারা সবাইকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফায়েজুর রহমান বলেন, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চারজনেরই অবস্থা গুরুতর ছিল। ফলে উন্নত চিকিৎসার জন্য সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।

ঢাকায় নেওয়ার পথে গুরুতর আহত আলী হোসেনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এ অবস্থায় তাঁকে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা গতকাল রাত সাড়ে ১২টার দিকে আলীকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসা নিচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, দুটি মোটরসাইকেলেই দ্রুতগতিতে চলছিল বলে তাঁরা জানতে পেরেছেন। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের ওপরে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে নিহত যুবকের লাশ দাফনের প্রক্রিয়া চলছে।