ঝিনাইদহে করোনা রোগী হাজার ছাড়াল

ঝিনাইদহে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা হাজার ছাড়িয়েছে। বুধবার নতুন ২৯ জন নিয়ে জেলায় এখন মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার ১৬। এ ছাড়া সরকারি হিসাবে জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ১৭ জনের।

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ও করোনা সেলের মুখপাত্র প্রসেনজিৎ বিশ্বাস পার্থ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বুধবার সকালে কুষ্টিয়ার ল্যাব থেকে ঝিনাইদহের ৯৩ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। এর মধ্যে ২৯ জন করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হয়েছেন। অন্য নমুনাগুলো পরীক্ষার প্রতিবেদন ‘নেগেটিভ’ এসেছে।

করোনায় সংক্রমিত হিসেবে নতুন শনাক্ত লোকজনের মধ্যে রয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার ৪ জন, কালীগঞ্জ উপজেলার ১৫ জন, শৈলকুপা উপজেলার ৩ জন, কোটচাঁদপুর উপজেলার ৪ জন এবং হরিণাকুণ্ডু উপজেলার ৩ জন।

জেলায় করোনায় সংক্রমিত হিসেবে মোট শনাক্ত ১ হাজার ১৬ জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮৭ জন। বর্তমানে ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন ২৪ জন।