অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ আহত ৬

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়া-বাঁশখালী সড়কে এওচিয়া ইউনিয়নের চূড়ামণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অটোরিকশাটি বাঁশখালীর গুনাগরি থেকে যাত্রী নিয়ে সাতকানিয়ার দিকে যাচ্ছিল। সেটি দুপুর সাড়ে ১২টার দিকে এওচিয়া ইউনিয়নের চূড়ামণি এলাকায় নির্মাণাধীন একটি সেতুর কাছাকাছি পৌঁছায়। সেখানে অটোরিকশাটির সঙ্গে বিপরীতমুখী দ্রুতগতির একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক আমানত হোসেন (৪০), তাঁর ছেলে মোহাম্মদ সায়মন (১০) ও মেয়ে তানিশা সুলতানা (৮) এবং অটোরিকশার চালক আবুল কাসেম (৪২), যাত্রী মাহবুব আলম (৫০) ও মো. কফিল উদ্দিন (৪৩) আহত হন।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত লোকজনকে উদ্ধার করেন। প্রথমে তাঁদের কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। শিশু সায়মন ও তানিশাকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।