মৃত্যুর দুই দিন পর জানা গেল তিনি করোনা পজিটিভ ছিলেন

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

মৃত্যুর দুই দিন পর জানা গেল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সুবোধ দাস (৭৭) করোনা পজিটিভ ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে আসা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা সুবোধ দাস চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সুবোধ দাসকে গত শনিবার এই হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁকে প্রথমে আইসোলেশন ইউনিটে ও পরে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সোমবার সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান। তিনি করোনা আক্রান্ত কি না, তা পরীক্ষার জন্য মৃত্যুর পর তাঁর নমুনা সংগ্রহ করো হয়। আজ বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে আসা প্রতিবেদন দেখা যায় তিনি করোনা পজিটিভ ছিলেন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, মৃত সুবোধ দাসের বাড়ি লকডাউন করতে স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে মৃত্যুর পর পরীক্ষায় ১২ জনের পজিটিভ এসেছে।